গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে পুরনোদের উপরেই ভরসা তৃণমূলের, জেলা সভাপতি নয়, চেয়ারম্যানের খাস তালুকে পরিবর্তনের হিড়িক

পিন্টু কুন্ডু , বালুরঘাট, ১৮ নভেম্বর: গোষ্ঠীদ্বন্দ্ব এড়াতে পুরনো মুখেই বেশি ভরসা তৃণমূলের। পঞ্চায়েতের আগে ঘর গোছাতে মরিয়া শাসকদলের ঘোষণা ব্লক ও অঞ্চল কমিটি। দীর্ঘ প্রতীক্ষার পর দক্ষিণ দিনাজপুর জেলাতে পূর্ণাঙ্গ ব্লক, অঞ্চল ও শহর কমিটি ঘোষণা হওয়ায় কিছুটা স্বস্তিতে তৃণমূল নেতৃত্বরা। শুক্রবার বালুরঘাটে তৃণমূলের জেলা কার্যালয়ে এক সাংবাদিক বৈঠক করে নব গঠিত কমিটির তালিকা প্রকাশ করেন জেলা তৃণমূল সভাপতি মৃণাল সরকার। একই মঞ্চ থেকে একযোগে প্রকাশিত হয় যুব ও শ্রমিক সংগঠনের ব্লক ও অঞ্চল কমিটির নামও। তবে অজানা কারনে এদিন ঘোষিত হয়নি মহিলা কমিটির তালিকা।

পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষণা না হলেও জোর প্রস্তুতি শুরু হয়েছে প্রায় সমস্ত রাজনৈতিক দলেই। যা থেকে পিছিয়ে নেই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসও। নির্বাচনের আগে কোমর বেঁধে মাঠে নামতে এদিন একটি সাংবাদিক বৈঠক করে অঞ্চল ও ব্লক কমিটি ঘোষণা করে নেতৃত্বদের মাঠে নামবারও নির্দেশ দেওয়া হয়েছে জেলা নেতৃত্বদের তরফে। তবে হরিরামপুর থেকে হিলি, কুমারগঞ্জ বা কুশমন্ডি সবতেই পুরনো মুখদেরই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। কিছু কিছু জায়গায় আবার পুরনোদের ছেঁটে নতুনদের তুলে আনবার চেষ্টা হয়েছে এদিনের ঘোষিত সেই তালিকায়। যা নিয়ে ইতিমধ্যেই গুঞ্জন শুরু হয়েছে দলের অন্দরে। জেলা সভাপতির খাসতালুকে সেভাবে বিশেষ কোনও পরিবর্তন না আনা হলেও চেয়ারম্যানের খাসতালুকে কার্যত পরিবর্তনের হিড়িক। যা নিয়ে ইতিমধ্যেই একাংশ নেতৃত্ব ও কর্মীদের মধ্যে চাপা ক্ষোভেরও সঞ্চার হতে শুরু করেছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে সেই ক্ষোভের সঞ্চার কতটা পড়বে তার দিকেই তাকিয়ে এখন জেলার রাজনৈতিক মহল।

যদিও জেলা সভাপতির দাবি, সকলকে নিয়ে আলোচনা করেই তালিকা তৈরি হয়েছে। তাই এক্ষেত্রে কোন গোষ্ঠীকোন্দল নেই। কুড়ি শতাংশ নতুন মুখ এনে চমক দেবার চেষ্টা করা হয়েছে।

মৃণাল সরকার বলেন, পুরনো ও নতুন এর সংমিশ্রণে কমিটি গঠন হয়েছে। যার মাধ্যমে আগামী পঞ্চায়েত নির্বাচনে এ জেলায় তারা ব্যাপক ফলাফল করবেন।

এদিনের এই সাংবাদিক বৈঠকে অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল চেয়ারম্যান নিখিল সিংহ রায়, যুব সভাপতি অম্বরিশ সরকার, সহ অন্যান্য নেতৃত্বরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *