আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ নভেম্বর:
আগামী ৭ ডিসেম্বর মেদিনীপুরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় লক্ষাধিক মানুষের সমাগমের লক্ষ্যে “আর কোনো কথা নাই, দিদি আসছে চলো ভাই” স্লোগান তুলেছে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলl আজ রবিবার খড়্গপুর শহরে আয়োজিত জেলা ও ব্লক নেতৃত্বের সভায় এই শ্লোগান তোলেন দলের জেলা সভাপতি অজিত মাইতিl তিনি বলেন গতকাল মেদিনীপুর জেলা পরিষদ হলের সভায় রাজ্য সভাপতি সুব্রত বক্সি জানিয়ে দেন ৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সভা হবে মেদিনীপুর শহরেl তাই অন্তত দু’লক্ষ মানুষের সমাবেশ নিশ্চিত করতে হবেl এজন্য আজকের সভায় জেলার সমস্ত বিধায়ক ও অন্যান্য নেতাদের দায়িত্ব বুঝিয়ে দেওয়া হয়েছেl এদিনের সভায় সবাইকেই ডাকা হয়েছে বলে অজিত মাইতি জানিয়েছেনl তিনি বলেন, বাংলার উন্নয়নের নিরিখেই তৃণমূল ভোটে লড়বেl
৭ ডিসেম্বর মুখ্যমন্ত্রীর সমাবেশ প্রসঙ্গে জেলা বিজেপির সহ সভাপতি অরুপ দাস বলেন, শুধু ৭ ডিসেম্বর কেন, মুখ্যমন্ত্রী এই মেদিনীপুর শহরে দিনের পর দিন পড়ে থাকলেও লাভ কিছুই হবে নাl এই জেলায় তৃণমূল তাসের ঘরের মতো ভেঙে পড়বেl কারণ, তৃণমূলে এখন অনেক অনুগামীl একটি অংশ দাদার অনুগামী, একটি দিদির অনুগামী এবং অন্যটি ভাইপোর অনুগামীl কোনো একটি অংশের যাদের পছন্দ নয় তাদের সভায় ডাকা হচ্ছে নাl অরূপ দাস বলেন, বিজেপি নিজের শক্তিতে নির্ভর করে নির্বাচনে জয়ী হবেl