তৃণমূল ইচ্ছে করে বাংলাকে আফগানিস্থানে পরিণত করতে চাইছে: দিলীপ ঘোষ

আমাদের ভারত, ২৫ মে: ব্যারাকপুর শুট আউট কান্ডের পর থেকেই আতঙ্কে রয়েছে স্থানীয় বাসিন্দারা। ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। এই ঘটনায় রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তার কথায় তৃণমূল সরকার রাজ্যকে আফগানিস্তানে পরিণত করছে।

ইকোপার্কে প্রাতঃ ভ্রমণের পর দিলীপ ঘোষ বলেন,
“রাজ্যজুড়ে বোমা বন্দুকের খেলা চলছে। বোমা ফাটিয়ে ভয় দেখানো হচ্ছে, মানুষ মারা হচ্ছে। তৃণমূল নিজেদের মধ্যে মারামারি করছে অন্যকে মারছে।” তার আরও দাবি, “পরিকল্পিতভাবে আইন-শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপক অবনতি ঘটানো হচ্ছে, যাতে সবাই ভয়ে সিঁটিয়ে থাকে আর ওরা রাজত্ব করতে পারে।

দিলীপ ঘোষ অভিযোগ করে বলেন, “রাজ্য প্রশাসন ভেঙে পড়েছে তৃণমূল ইচ্ছাকৃত ভাবে বাংলাকে আফগানিস্তান তৈরি করতে চাইছে।”

যদিও দিলীপ ঘোষকে পাল্টা দিয়ে তৃণমূল নেতা শান্তনু সেন বলেছেন, বিজেপি জনবিচ্ছিন্ন, তাই যে কোনো ঘটনাকে ইস্যু তৈরি করে কথায় কথায় রাজ্য সরকারকে নিশানা করছে। রাজ্য পুলিশ তৎপর শুট আউটের ঘটনায় কড়া ব্যবস্থা নেওয়া হবে।

প্রসঙ্গত উল্লেখ্য, ঘটনার প্রতিবাদে ধর্মঘটের পথ বেছে নিয়েছে স্বর্ণ ব্যবসায়ীরা। শনিবার ২৪ ঘন্টা ধর্মঘটের ডাক দিয়েছেন ব্যারাকপুর পলতার স্বর্ণ ব্যবসায়ীরা। তারা মিছিল করে ব্যারাকপুর কমিশনারেট পর্যন্ত যাবেন ও নিরাপত্তার দাবি জানাবেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here