কালিয়াগঞ্জ পৌর বাসস্ট্যান্ডে ৩০০ জন পরিবহন শ্রমিকদের হাতে খাদ্যসামগ্রী তুলে দিল তৃণমূল শ্রমিক সংগঠন

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ জুন: করোনা আবহে রাজ্য সরকারের ডাকা বিধি নিষেধের জেরে বন্ধ হয়ে গিয়েছে সমস্ত যাত্রিবাহী পরিবহন ব্যবস্থা। কর্মহীন হয়ে পড়েছেন শয়ে শয়ে পরিবহন কর্মী। এই অসময়ে তাঁদের পাশে খাদ্যসামগ্রীর ভান্ডার নিয়ে পৌঁছে গেলেন তৃণমূল শ্রমিক সংগঠন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে তৃণমূল শ্রমিক সংগঠনের পক্ষ থেকে কালিয়াগঞ্জ পৌর বাসস্ট্যান্ডে ৩০০ জন যাত্রিবাহী শ্রমিকদের হাতে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়। এদিনের এই খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর দিনাজপুর জেলাপরিষদের কো-মেন্টর অসীম ঘোষ, প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক তপন দেব সিংহ, তৃণমূল শ্রমিক সংগঠনের সভাপতি সজল সাহা সহ একাধিক শীর্ষ নেতৃত্ব।

অতিমারি করোনা কালে কর্মহীন হয়ে পড়া যাত্রিবাহী যানবাহনের কর্মীরা এই খাদ্যসামগ্রী হাতে পেয়ে বেজায় খুশী। তৃণমূল শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি’র কালিয়াগঞ্জ কমিটির সভাপতি সজল সাহা জানিয়েছেন, দুঃস্থ পরিবহন শ্রমিক যাঁরা এই লকডাউনে কর্মহীন অবস্থায় পড়ে দুঃসহ জীবনযাপন করছেন তাদের সাহায্যার্থেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *