তৃণমূলের বঙ্গ ধ্বনি যাত্রা পুরুলিয়া শহরে

সাথী দাস, পুরুলিয়া, ২৮ ডিসেম্বর: বিজেপি বিরোধী স্লোগান তুলে পুরুলিয়ায় বঙ্গ ধ্বনি যাত্রা কর্মসূচি পালন করল তৃণমূল কংগ্রেস। আজ পুরুলিয়া শহর তৃণমূলের পক্ষ থেকে একটি মিছিল হয়। সেখানে যুব সংগঠনের সঙ্গে কিছু জেলা নেতাকে অংশ নিতে দেখা গিয়েছে। ভিক্টোরিয়া স্কুল মোড় থেকে মিছিল শুরু হয়। মেইন রোড ধরে পোস্ট অফিস মোড় থেকে চাঁইবাসা রোড ধরে কোর্ট মোড়ে মিছিল শেষ হয়।

মিছিল শেষে পুরুলিয়া শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিভাস দাস বলেন, “আজ বঙ্গ ধ্বনি কর্মসূচির শেষ দিন হল। কিন্তু বিজেপিকে দেশের ক্ষমতা থেকে উৎখাতের ধ্বনি এই রাজ্যের সঙ্গে সারা দেশে ছড়িয়ে পড়বে। আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আন্দোলনে সামিল হবেন সাধারণ মানুষ। বিজেপি অস্থিরতা বাড়িয়ে রাজ্যবাসির মধ্যে আগ্রাসি ভাব আনতে চাইছে। অশান্তির আঁচে রাজ্যে ক্ষমতায় আসার লালসা রয়েছে তাদের। সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা এটা হতে দেব না।”

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here