দেড় ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে চমক দিল অশোকনগরের নবম শ্রেণির ছাত্র তুহিন

সুশান্ত ঘোষ, উত্তর ২৪ পরগণা, ২৭ আগস্ট: দেড় ফুটের দুর্গা প্রতিমা তৈরি করে চমক দিল অশোকনগরে পড়ুয়া তুহিন কুণ্ডু। উত্তর ২৪ পরগনার অশোকনগর বয়েজ সেকেন্ডারি স্কুলের নবম শ্রেণির ছাত্র তুহিন কুন্ডু দুর্গা প্রতিমা তৈরি করে শিল্পীর আখ্যা পেল শহরজুড়ে।

অশোকনগর ৮ নম্বর ওয়ার্ডের বাসিন্দা তন্ময় কুন্ডুর ছোট ছেলে তুহিন কুন্ডু। ছোটবেলা থেকেই রয়েছে তার ছবি আঁকা ও গান শেখার প্রবণতা। কিন্তু নিজের হাতে কিছু তৈরি করতে হবে এমনটাই চিন্তা ভাবনা নিয়ে শুরু হয় তার মাটির কাজ শেখা।

তার হাতের ক্যানভাসে ফুটে উঠেছে মুনিঋষি থেকে বিনোদন জগতের একাধিক শিল্পীর ছবি। লাইভ ক্যানভাসে পারদর্শী ছোট্ট তুহিন। স্কুলের বিভিন্ন মাটির মূর্তি তৈরি করে নিয়ে যেতে উৎসাহী তুহিন। দুর্গা মূর্তি থেকে শুরু করে সরস্বতী, কালী সহ একাধিক মূর্তি তৈরি করে চলেছে তুহিন। লকডাউনের সময় থেকেই মূর্তি তৈরির প্রবণতা আরও বেড়েছে তুহিনের। বাড়িতে বসে একাধিক মূর্তি তৈরি করেছেন তুহিন নিজেই। এরপর সোশ্যাল মিডিয়ায় সেই ছবি তুলে ছাড়তেই বাইরে থেকে বরাত পেতে শুরু করেছে।

তুহিনের পরিবারের সদস্যদের প্রথমত আপত্তি ছিল ছেলের এই মৃৎশিল্পী হওয়ায়। যদিও এখন তুহিনের হাতের একের পর এক দুর্গা তৈরি দেখে পরিবারের সকল সদস্যরাই উৎসাহিত। আগামী দিনে তুহিনের ইচ্ছা ফাইবারের ওপর ছোট ছোট দুর্গা ও বিভিন্ন রকমের মূর্তি তৈরি করা। তুহিনের কথায় তার তৈরি মূর্তিগুলি খুব সহজেই ঘরের ড্রয়িং রুমে রাখা সম্ভব সেই কারণেই তার ছোট মূর্তি তৈরি করা।

যদিও বাড়ির আশেপাশের মানুষজন তুহিনের এই কাজে তাকে খুবই উৎসাহিত করে। পাড়ার সরস্বতী মূর্তি থেকে কালী মূর্তি একাধিক মানুষ তুহিনের হাতের মূর্তি তৈরি করে নিয়ে যাচ্ছেন তাদের ঘরের ড্রইং রুমে রাখার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *