খড়গপুর ও মেদিনীপুর শহরের বারোটি ওয়ার্ডকে ফের মাইক্রো কনটেইনমেন্ট জোন ঘোষণা 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৬ অক্টোবর: জেলার বিভিন্ন অংশে করোনা সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় মেদিনীপুর এবং খড়্গপুর পৌর এলাকার একটি বড় অংশকে আবারও  মাইক্রো কনটেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। আজ মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের পক্ষ থেকে এই বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুসারে, মেদিনীপুর পৌর এলাকার দুটি ওয়ার্ডের  তিনটি স্থানে এবং খড়্গপুর পৌর এলাকার ১০টি ওয়ার্ডের নয়টি স্থানে মাইক্রো কনটেনমেন্ট জোন ঘোষণার নির্দেশ। আগামীকাল ২৭ তারিখ থেকে পরবর্তী মাসের ২ তারিখ পর্যন্ত বহাল থাকছে।

জেলাশাসকের নির্দেশিকায় বলা হয়েছে ওই সমস্ত এলাকায় পরিবহন ব্যবস্থা, বেসরকারি অফিস, সমস্ত রকমের বাজার, শিল্প প্রতিষ্ঠান এবং প্রশিক্ষণ কেন্দ্র বন্ধ থাকবে। খড়্গপুর শহরের কৌশল্যা, ইন্দা, ঝপেটাপুর, প্রেমবাজার, নিমপুরা, সুভাষপল্লি এবং মেদিনীপুর শহরের বিধান নগর, বার্জ টাউন, রবীন্দ্রনগর এলাকায় এই নির্দেশিকা কার্যকর করার বিষয়টি বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *