বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে জোড়া মৃত্যু, সিইএসসি’র কর্মীদের শোকজ বিদ্যুৎ দফতরের

রাজেন রায়, কলকাতা, ১৮ মে: মাত্র কদিন বৃষ্টি শুরু হতেই শহর কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হচ্ছে একের পর এক শহরবাসীর। জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহরে ২ যুবকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় সিইএসসি’র কর্মীদের শোকজ করল বিদুৎ দফতর। কেন শহরে বিভিন্ন জায়গায় তার খুলে রাখার গাফিলতি, তার লিখিত জবাব দিতে হবে সিইএসসিকে।

টানা বৃষ্টিতে কলকাতার বিভিন্ন জায়গায় জমেছে জল। বুধ এবং বৃহস্পতিবার পরপর দু’দিন জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ২ যুবকের। এই ঘটনায় রক্ষণাবেক্ষণের দায়িত্বে থাকা ৩ কর্মীকে শোকজ করলেন বিদ্যুৎমন্ত্রী অরূপ বিশ্বাস।

বৃহস্পতিবার রাতে হরিদেবপুরের কাছে বাইক নিয়ে জমা জল পেরিয়ে ফেরার সময়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয় জোকার বাসিন্দা মানিক বাড়ুইয়ের। শুক্রবার জমা জলে মাছ ধরতে গিয়ে পাটুলিতে প্রাণহানি হয় সুজয় মণ্ডল নামে আরেক যুবকের। সিএসইসির গাফিলতি নিয়ে প্রশ্ন তোলেন স্থানীয় বাসিন্দারা। এর আগে রাজভবনের সামনে এভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় কলকাতা পুরসভার তরফে তদন্ত কমিটি গড়ে ব্যবস্থা নেওয়া হয়েছিল। এবার জোড়া মৃত্যুর ঘটনাতেও ব্যবস্থা নিল প্রশাসন।

বৃষ্টিতে কলকাতার রাস্তায় জল জমা, বিদ্যুতের তার পড়ে থাকা এবং তাতে দুর্ঘটনা নতুন নয়। এ বিষয়ে একাধিকবার বিদ্যুৎ দপ্তরের তরফে সংশ্লিষ্ট বিদ্যুৎ সংস্থাগুলিকে সতর্ক করা হয়েছে। কিন্তু তা সত্ত্বেও শহরে বৃষ্টির জল জমলে ফের এ ধরনের ঘটনা ঘটতে শুরু করে। তাই এবারের ব্যবস্থায় কড়া প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *