
আমাদের ভারত, ব্যারাকপুর, ৬ অক্টোবর: ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং ঘনিষ্ঠ বিজেপি নেতা মণীশ শুক্লা খুনের ঘটনায় ধৃত খোয়ারাম খান ও গুলাম শেখকে ১৪ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিল ব্যারাকপুর মহকুমা আদালত।
মঙ্গলবার দুপুরে বিজেপি নেতা তথা ব্যারাকপুর মহকুমা আদালতের আইনজীবী মনীশ শুক্লা হত্যা কান্ডের ঘটনায় সিআইডির হাতে ধৃত ২ অভিযুক্তকে ব্যারাকপুর মহকুমা আদালতের এসিজেএম মহম্মদ রফিকের এজলাসে পেশ করে সিআইডি। ধৃত খুয়ারাম খান ও গুলাম শেখকে
সিআইডির তদন্তকারী অফিসাররা ১৪ দিন নিজেদের হেফাজতে রেখে তদন্ত করার আর্জি জানান বিচারকের কাছে। ব্যারাকপুর মহকুমা আদালতের এসিজেএম, সিআইডির সেই আবেদন মেনে নেয়। ঘটনার গুরুত্ব বুঝে দুই অভিযুক্তকে ১৪ দিন পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেন ব্যারাকপুর মহকুমা আদালতের এসিজেএম বিচারক মহম্মদ রফিকের এজলাস।
এদিকে এদিন নিহত মণীশ শুক্লার বাবা চন্দ্র মণি শুক্লা তার ছেলের খুনের ঘটনায় মূল অভিযুক্ত হিসেবে টিটাগড় পৌরসভার পৌর প্রশাসক প্রশান্ত চৌধুরী, ব্যারাকপুর পৌরসভার পৌর প্রশাসক উত্তম দাসের বিরুদ্ধে টিটাগড় থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তবে এই দুই তৃণমূল কংগ্রেস নেতাকে পুলিশ গ্রেপ্তার করেনি। এদিন অভিযুক্তদের পক্ষে ব্যারাকপুর মহকুমা আদালতের কোনও আইনজীবী দাঁড়াননি।