ছেলের মৃত্যুর পর বিমার টাকা বাবাকে পাইয়ে দেওয়ার নাম করে ১০ লক্ষ টাকা প্রতারণা, বনগাঁয় ধৃত ২

আমাদের ভারত, বনগাঁ, ২০ ফেব্রুয়ারি: ছেলের মৃত্যুর বিমার টাকা পাইয়ে দেওয়ার নাম করে বাবার কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। ঘটনাটি উত্তর ২৪ পরগণার গোপালনগর থানার বহিলাপোতা এলাকার। ধৃতদের নাম শুভদীপ দত্ত ও নীলাদ্রি শেখর দাস। ধৃতরা রাজারহাট ও বাগুইহাটি এলাকার বাসিন্দা। অভিযোগ, বাজাজ ইনসুরেন্সের এজেন্ট বলে নিজেদের পরিচয় দিয়ে গোপালনগরের বাসিন্দা আব্দুল লতিফ মণ্ডল নামে এক ব্যক্তির কাছ থেকে গত দুবছরে ১০ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, বছর দুই আগে আব্দুল লতিফ মণ্ডলের ছেলে ওয়াসিম মণ্ডলের পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। তাঁর বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থায় বীমা করা ছিল। সেই বীমার টাকা পাইয়ে দেওয়ার নাম করে শুভদীপ ও নীলাদ্রি শেখর পাঁচ ধাপে ১০ লক্ষ টাকা হাতিয়ে নেয়। দুবছর কেটে গেলেও বীমার টাকা পায় না। আব্দুল লতিফ মণ্ডল বাজাজ ইনসুরেন্সের অফিসে খোঁজ নিয়ে জানতে পারে তাঁর সঙ্গে প্রতারণা করছে শুভদীপ ও নীলাদ্রিশেখর। এরপর গোপালনগর থানায় ঘটনার বিবর্ণ দিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন। বুধবার ৪০ হাজার টাকা ও কাগজ পত্র নিতে আব্দুল লতিভ মণ্ডলের বাড়ি আসে শুভদীপ ও নীলাদ্রিশেখর। খবর পেয়ে গোপালনগর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাঁদের সঠিক কাগজ পত্র দেখাতে চাইলে তা দেখাতে পারে না তারা। তারপরই ওই দুই প্রতারককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের বৃহস্পতিবার বনগাঁ মহকুমা আদালতে তোলা হলে বিচারক ৭ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here