ঘাটালে ২০ দিনের শিশুকে গলা টিপে মেরে ফেলার চেষ্টা, ধৃত ২

কুমারেশ রায়, আমাদের ভারত, মেদিনীপুর, ২৮ ডিসেম্বর: কুড়ি দিনের শিশুকে গলা টিপে মেরে ফেলার চেষ্টায় হাতেনাতে ধরা পড়ল এক পুরুষ এবং মহিলা। ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে ঘাটালের ময়রা পুকুর মোড় এলাকায়। ওই মহিলা একটি পলিব্যাগ থেকে শিশু পুত্রটিকে প্রথমে একটি জমিতে ফেলে দেয়।এরপর মহিলাটি শিশুটিকে গলা টিপে মেরে, পৌরসভার জঞ্জাল ফেলার ডাস্টবিনে ফেলে দেওয়ার চেষ্টা করে। কিছু দূরে দাঁড়িয়ে ছিল মহিলাটির সঙ্গী এক পুরুষ। ততক্ষণে এলাকার মানুষ জড়ো হয়ে যান। স্থানীয়রা শিশুটিকে ওই মহিলার হাত থেকে কেড়ে নেয়। শিশুটিকে ঘাটাল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা ওই পুরুষ এবং মহিলাকে পাকড়াও করে পুলিশে খবর দেন। পুলিশ অভিযুক্ত দুজনকে জেরা করে আসল ঘটনা কি তা জানার চেষ্টা করছে। স্থানীয়দের অনুমান সন্তানটি অবৈধ বলে হয়তো তাকে মেরে ফেলার চেষ্টা করেছিল।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here