পেট্রাপোলে পণ্য বোঝাই ট্রাক থেকে উদ্ধার ১৫০০ বোতল ফেন্সিডিল, পাকড়ও ২ মাদক পাচার চক্রের পান্ডা  

আমাদের ভারত, বনগাঁ, ৮ ফেব্রুয়ারি: পণ্য বোঝাই ট্রাক থেকে ১৫০০ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক চক্রের পাণ্ডাকে গ্রেফতার করল বিএসএফ। শনিবার দুপুরে উত্তর ২৪ পরগণার পেট্রাপোল সীমান্তের সেন্ট্রাল পার্কিং থেকে পণ্য বোঝাই ট্রাকের মধ্যে থেকে ফেন্সিডিল উদ্ধার করে। গ্রেফতার করা হয় সৌমিত্র মণ্ডল ও বিনয়ক কপারট নামে দুই পাচারকারীকে। ধৃতদের মধ্যে সৌমিত্রের বাড়ি বনগাঁ পিরজপুর এলাকায় ও বিনয়ক হরিয়ানার বাসিন্দা। ধৃতদের শনিবার পেট্রাপোল থানার হাতে তুলে দেয়। 

বিএসএফ সূত্রের খবর, এদিন দুপুরে পেট্রাপোল সীমান্তের সেন্ট্রাল পার্কিংয়ের মধ্যে পণ্য বোঝাই ট্রাকের পাশে দুই যুবককে ঘোরাঘুরি করতে দেখে বিএসএফের ১৫৮ নম্বর ব্যাটেলিয়ন। সন্দেহ জনক ভাবে তাঁদের আটক করতে গেলে তাঁরা বিএসএফ জওয়ানদের দেখে পালানোর চেষ্টা করে। বিএসএফ জওয়ানরা তাড়া করে তাদের ধরে ফেলে। এবং পণ্য বোঝাই ট্রাক থেকে ১৫০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে। এরপর ধৃতদের জিজ্ঞাসাবাদ করতেই তাঁরা স্বীকার করে ওই ফেন্সিডিল গুলি বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধৃতদের আজ বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়।         

 

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here