
আমাদের ভারত, উত্তর ২৪ পরগনা, ২৭ জানুয়ারি:
নিষিদ্ধ কোডাইন মিক্সার সহ দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করল উত্তর ২৪ পরগণার বনগাঁ থানার পুলিশ। পুলিশ জানিয়েছে ধৃতদের নাম সুদীপ বিশ্বাস ও সুজয় বিশ্বাস। রবিবার রাত দুটো নাগাদ বনগাঁর শিকদারপল্লি এলাকা থেকে পাঁচ কেজি কোডাইন মিক্সার সহ তাদের গ্রেফতার করে পুলিশ। ধৃতরা বনগাঁ শিকদারপল্লি এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রের খবর, সম্প্রতি সুদীপ বিশ্বাস ও সুজয় বিশ্বাস এলাকার ত্রাস হয়ে উঠেছিল। দীর্ঘদিন ধরে পেট্রাপোল সীমান্তে গাঁজা, আগ্নেয়াস্ত্র, অস্ত্র বাংলাদেশে পাচারের কাজ করছিল। এদিন রাতে পাঁচ কেজি কোডাই মিক্সার ড্রাম বোঝাই করে বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে যাচ্ছিল। বনগাঁ থানার পুলিশ গোপন সূত্রের খবর পেয়ে বনগাঁর শিকদারপল্লি এলাকায় তল্লাশি চালিয়ে কোডাইন সহ তাঁদের গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে, এদের বিরুদ্ধে ডাকাতি, ছিন্তাই, খুন সহ একাধিক অভিযোগ আছে বনগাঁ থানায়। ধৃতদের সোমবার বারাসাত আদালতে তোলা হলে বিচারক পাঁচ দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দেয়।