
সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৮ সেপ্টেম্বর: বাংলাদেশ থেকে চোরাই পথে ভারতে ঢোকার পর দুই মহিলা বাংলাদেশি অনুপ্রবেশকারীকে গ্রেফতার করল মছলন্দপুর ফাঁড়ির ওসি। বৃহস্পতিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার মছলন্দপুর তে মাথা মোড় চত্বর থেকে হাসিনা বেগম ও ঋত্বিকা বিশ্বাস নামে দুই মহিলাকে গ্রেফতার করে। ধৃতরা লাখোহাটি খুলনা জেলার ও শনিজোর বাগের হাট জেলের বাসিন্দা।
পুলিশ সূত্রের খবর, ধৃত দুই বাংলাদেশি মহিলা মছলন্দপুর এলাকা দিয়ে গভীর রাতে একটি অটোতে করে হাবড়া দিয়ে যাচ্ছিলেন। এরপর মছলন্দপুর ফাঁড়ির আধিকারীকের কাছে গোপন সূত্রের খবর আসে। মছলন্দপুর তিন রাস্তার মোড়ে পুলিশের একটি দল ওৎ পেতে থাকে। সুযোগ বুঝে অটোটিকে ফলো করে তাড়া করে রামকৃষ্ণপাঠাগার থেকে অটোটি আটক করে। পুলিশি জেরায় ওই দুই মহিলা স্বীকার করে তারা বাংলাদেশের বাসিন্দা। তাদের সঠিক কোনও নথিপত্র দেখাতে পারে না। তারপর তাদের গ্রেপ্তার করে মছলন্দপুর ফাঁড়ির পুলিশ। ধৃতদের শুক্রবার বারাসাত আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়।