অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৮ ডিসেম্বর:
আগুনে পুড়ে ছাই প্রায় দুই বিঘা জমির ধান। ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২নং ব্লকের ধডাংরী গ্রামে। এদিন দুপুর দেড়টা নাগাদ হঠাৎই চাষের জমিতে আগুন দেখতে পান স্থানীয় চাষিরা। তারপরে গ্রামবাসীদের প্রায় এক ঘন্টার চেষ্টয় আগুন এখন নিয়ন্ত্রণে।
এদিন স্থানীয় এক চাষি কোকিল বাগ বলেন, আগুন কিভাবে লাগলো জানিনা। গ্রামবাসীদের কাছ থেকে জানতে পারি আমাদের চাষের জমিতে আগুন লেগেছে। একে করোনা মহামারিতে চাষের অবস্থা খুব খারাপ তার উপরে আবার জমিতে আগুন লেগে পুড়ে ছাই সমস্ত ধান। এখন সারা বছর চলব কি করে জানি না।