ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কে বাসের সঙ্গে সংঘর্ষে মৃত দুই বাইক আরোহী 

চিত্ত মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১৫ জানুয়ারি: শুক্রবার সকালে ঘাটাল চন্দ্রকোনা রাজ্য সড়কের ওপর চুড়িপুকুর এলাকায় একটি বাসের সঙ্গে সংঘর্ষে দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। জানাগেছে, দুজন বাইক আরোহী বাজার করে রাস্তা পার হওয়ার সময় চন্দ্রকোনাগামী একটি বেসরকারি বাসের সামনে পড়ে যায়। দ্রুতগামী বাসটি বাইক আরোহীদের কয়েক মিটার টেনে নিয়ে যায় এবং চুড়িপুকুর বাজারে লটারির দোকানের সামনে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তিকে ধাক্কা মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বাইক আরোহীর।

মৃতদের নাম রাজু দাস ও লাল্টু দাস। সম্পর্কে তারা কাকা ও ভাইপো। আহত ব্যক্তির নাম দেবাশিস মন্ডল। তাদের বাড়ি চন্দ্রকোনার মদনমোহনপুর গ্রামে। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঘাটাল- চন্দ্রকোনা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন। পরে চন্দ্রকোনা থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং মৃতদেহটি উদ্ধার করে আহত ব্যক্তিকে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here