মামার বাড়ি বেড়াতে এসে গুলিতে জখম দুই ভাই, হাবড়া এলাকায় উত্তেজনা

সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ৬ ফেব্রুয়ারি: মামার বাড়িতে ‌বেড়াতে এসে গুলিবিদ্ধ হলেন দুই ভাই। আঘাত গুরুতর হওয়ায় তাদের বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। রবিবার রাত সাড়ে ন’টায় এই ঘটনা ঘটেছে উত্তর ২৪ পরগনা জেলার হাবড়া থানার জিওলডাঙা এলাকায়।

পুলিশ জানিয়েছে, রবিবার হাবড়া থানার জিওলডাঙা এলাকায় মামার বাড়িতে বেড়াতে এসেছিলেন পূর্ব বর্ধমান জেলার আউসগ্রামের বাসিন্দা মণি দাস ও শুকদেব দাস। হাবড়ার যশুর এলাকায় মামা পলাশ দাশের বাড়িতে বেড়াতে এসেছিলেন তারা।

এদিন রাত সাড়ে ৯ টা নাগাদ মামার সঙ্গে বাড়ির সামনের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে ফোনে কথা বলছিল তারা। সেই সময় হঠাৎই গুলি চলার শব্দ পান এলাকার মানুষ। গুলির শব্দ অনুসরণ করে এলাকার মানুষ ঘটনাস্থলে ছুটে এসে দেখেন রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর পড়ে রয়েছেন দুই যুবক। স্থানীয়রাই এরপর তাদের দুজনকে উদ্ধার করে হাবড়া হাসপাতালে নিয়ে যান। দুই ভাইয়ের একটি করে গুলি লেগেছে। তাদের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসার পর তাদের বারাসাত হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

স্থানীয়রা জানিয়েছেন, ঘটনার পরপরই তাঁরা ছুটে এলেও অন্য কাউকে তাঁরা দেখতে পাননি। গুলিবিদ্ধ হওয়ার ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় হাবড়া থানার পুলিশ। কিভাবে ওই দুই যুবক গুলিবিদ্ধ হল তা খতিয়ে দেখছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, অসুস্থ যুবকরা কথা বলার মতো অবস্থায় এলে তাদের জিজ্ঞাসাবাদ করলে এব্যাপারে অনেক কিছু জানা যাবে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here