
আমাদের ভারত, মেদিনীপুর, ৯ ফেব্রুয়ারি: শনিবার রাতে ঘাটালের দাসপুর দু নম্বর ব্লকের মাগুরিয়া গ্রামে বাড়িতে আগুন লেগে দুই শিশু কন্যার মৃত্যু হয়েছে। দাসপুর থানার পুলিশ জানিয়েছে, মাগুরিয়া গ্রামের বাসিন্দা তরুণ সামন্তের চার বছরের সুদীপা ও আড়াই বছরের যশোদা নামে দুই শিশুকন্যার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয়েছে। রাত দশটা নাগাদ খড়ের ছাউনি বাড়িতে আগুন লেগে যায়। ওই সময় শিশুটির পিতা তরুণ সামন্ত গ্রামের একটি ধর্মসভায় গিয়েছিলেন। শিশু দুটির মা ও ঠাকুমা শিশুটিকে ঘুমন্ত অবস্থায় দেখে প্রতিবেশীদের বাড়িতে গিয়েছিলেন।
শনিবার রাতে প্রচন্ড শীতের কারণে উনুনের আগুন নেভানো হয়নি। ঘরের কোণে কেরোসিনের একটি কুপিও জ্বলছিল। এই আগুন থেকেই আগুন লেগে ছোট ঝুপড়ি ঘরটি পুড়ে ছাই হয়ে যায় এবং বাড়ির মধ্যে থাকা শিশু দুটি পুড়ে মারা যায় বলে পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মনে করছেন। আগুন লাগার খবর পেয়ে কিছুক্ষণ পর ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও দমকল। ততক্ষণে দুই শিশুসহ পুরো বাড়ি পুড়ে ছাই হয়ে যায়।