তোলা না দেওয়ায় ফল বোঝাই গাড়িকে ধাওয়া, ক্লোজ করা হল দুই সিভিক ভলান্টিয়ার ও এক কনস্টেবলকে

আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ মে: দাবি মত টাকা না দেওয়ায় কেশিয়াড়িতে একটি ফল বোঝাই গাড়িকে ধাওয়া করায় দুই সিভিক ভলান্টিয়ার ও এক কনস্টেবলকে ক্লোজ করা হয়েছে। তারা ধাওয়া করার ফলে ফল বোঝাই গাড়িটি গ্রামের ছোটো রাস্তা দিয়ে  পালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। গ্রামবাসীরা তাদের মারধর করে। পরে আসল ঘটনা জানাজানি হওয়ায় ওই পুলিশকর্মীদের ক্লোজ করা হয়।

শনিবার জেলার পুলিশ সুপার দীনেশ কুমার জানান, এই ঘটনায় দুই সিভিক ভলান্টিয়ার ও এক কনস্টেবলকে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। 

এসপি আরও জানান, কয়েকদিন আগে খড়্গপুরের কৌশল্যায় এটিএম ভেঙ্গে লুট হয় ৭ লক্ষ ২৮৫০০ টাকা। সেই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে। উদ্ধার করা হয়েছে ৪ লক্ষ ১৯ হাজার টাকা। 

তিনি বলেন, লকডাউন অমান্য করায় এপর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে ৪৫০০ জনকে। জেলায় ১১টি কন্টেন্টমেন্ট জোন রয়েছে। ভিন রাজ্য থেকে ২৫টি ট্রেনে এখনও পর্যন্ত এই জেলার ৮৭৩৮ জন পরিযায়ী শ্রমিক ফিরেছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here