স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ২১ ডিসেম্বর: সম্প্রতি বিজেপি নেত্রী সুজাতা খাঁ শান্তিপুরে এসেছিলেন পুলেন রায় হত্যাকাণ্ডে দোষীদের সাজার দাবিতে প্রশাসনের কাছে দরবার করতে। বিজেপি
নেত্রীর অভিযোগ ছিল তৃণমূল বেছে বেছে বিজেপি নেতা নেত্রীদের খুন করছে। পাশাপাশি তিনি আরও অভিযোগ করেছিলেন যে পুলিশ সঠিকভাবে তদন্ত করছেন না। নবান্নের নির্দেশে ময়নাতদন্তের রিপোর্ট চেপে দিচ্ছে রাজ্যের পুলিশ। আজ তিনিই তৃণমূলে যোগ দিলেন।
প্রসঙ্গত, গত ৬ ডিসেম্বর বিজেপি নেত্রী সুজাতা খাঁ শান্তিপুরে এসে পুলেন রায় হত্যাকাণ্ডের বিচার চেয়ে রাজ্য সরকারকে কাঠগোড়ায় দাঁড় করিয়েছিলেন। এরপর তিনি আজকে সৌগত রায় ও কুণাল ঘোষের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নেন। সেই প্রসঙ্গে শান্তিপুর শহর ১ এর বিজেপি সভাপতি বিপ্লব কর বলেন, দিন ১৫ আগেও তাঁর অভিযোগ ছিল তৃণমূল সরকার বেছে বেছে রাজ্যের বিজেপি কর্মীদের খুন করছে। আমফানের টাকা, সারদা, নারদার টাকা সহ গরিব মানুষের ঘরের টাকা, পায়খানার টাকা পর্যন্ত তৃণমূলের নেতারা তছরুপ করেছে। এখন এই তৃণমূল দুয়ারে সরকার কর্মসূচি নিয়েছে। দুয়ারে সরকার প্রসঙ্গে তৎকালীন বিজেপি নেত্রী সুজাতা খাঁ বলেছিলেন, যে প্রায় ছ’মাস পরেই রাজ্যে ভোট। এতদিনে এই চোর দুর্নীতিগ্রস্ত সরকারের মনে হল যে এবার মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া দরকার। কিন্তু মানুষ বলছে দুয়ারে সরকারকে এবার ঝাঁটা মারার দরকার। কারণ এই ১০ বছর পর এই সরকারের মনে হয়েছে ভাড়াটে মাস্টারমশাইয়ের বুদ্ধিতে তারা সবার বাড়ির টাকা, শৌচালয় তৈরীর টাকা সব খেয়ে ফাঁক করে দিয়েছে। তাই মানুষকে আবার টুপি পরিয়ে যদি আগামী পাঁচ বছর আবার কাটমানি খাওয়া যায় সেই জন্য ওনারা বলছেন দুয়ারে দুয়ারে সরকার। আমি এখানকার শান্তিপুরের মানুষকে বলে যাচ্ছি দুয়ারে সরকার বলে যখন তৃণমূল আপনাদের বাড়িতে আসবে তখন আপনারা বলবেন যে আপনাদের ঝাঁটা মারার দরকার।
শান্তিপুরের বিজেপি নেতা বিপ্লব কর সুজাতা খাঁয়ের তৃণমূলে যোগদানের প্রসঙ্গে আরও বলেন, এখনও এক মাস হয়নি তিনি শান্তিপুর এসেছিলেন। ৬ ডিসেম্বর বর্তমান তৃণমূল নেতা সুজাতা খাঁ শান্তিপুরে এসেছিলেন এবং সমালোচনা করে গিয়েছিলেন তৃণমূল সরকারের। প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছিলেন।
আর এর ঠিক ১৫ দিন পরেই ৯০ ডিগ্রি ঘুরে গিয়ে বিজেপি নেত্রী সুজাতা খাঁ তৃণমূলে যোগ দিলেন। তিনি আবার বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের স্ত্রী। আজ তিনি সৌগত রায় ও কুণাল ঘোষের হাত থেকে দলীয় পতাকা হাতে তুলে নেন। তৃণমূলে যোগ দেওয়ার কারণ হিসেবে তিনি বলেছেন বিজেপি যোগ্য লোককে মর্যাদা দেয় না। উড়ে এসে জুড়ে বসা ধান্দাবাজরা দলের শীর্ষ স্থানে বসেছে। যারা অত্যাচার সহ্য করেছে তাদের পেছনের দিকে পাঠিয়ে দেওয়া হচ্ছে। মুখ্যমন্ত্রী উপমুখ্যমন্ত্রী পদের লোভ দেখিয়ে দলে অনেককে বিজেপি যোগদান করাচ্ছে।
বিজেপি নেতা বিপ্লব কর আরও বলেন, বর্তমান তৃণমূল নেত্রী সুজাতা খাঁ প্রসঙ্গে একটা কথাই বলতে চাই, যে বিজেপিতে কেউ আসলে বিজেপি ধন্য হয় না, বিজেপিতে যেসব কার্যকর্তা কর্মীরা আছে বিজেপি করবার জন্য তারা ধন্য হয়। যাদের জীবনে চাহিদা, চাওয়া-পাওয়ার রাজনীতি থাকে তারা ভারতীয় জনতা পার্টিতে এসে টিকে থাকতে পারে না।