
আমাদের ভারত, কোচবিহার, ৭ ফেব্রুয়ারি: বনদফতরের উদ্যোগে কোচবিহার এনএন পার্কে শুরু হল ৩৮ তম বর্ষ ফুলমেলা ২০২০। চলবে দুদিন। ফুলমেলার পাশাপাশি ফুল, ফল, সব্জি ও ভেষজ, উদ্ভিদের প্রতিযোগিতা মূলক প্রদর্শনীর আয়োজন করা হয়। এদিন এই মেলার উদ্বোধন করেন রাজ্যের অনগ্রসর কল্যাণ দফতরের মন্ত্রী বিনয় কৃষ্ণ বর্মন, এছাড়াও উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ সহ অন্যান্য অতিথিরা। এই বছর ফুলমেলায় ৫০ জন প্রতিযোগীর ৭২২ টি টব স্থান পেয়েছে। এদিন এনএন পার্কে একটি উন্মুক্ত শরীরচর্চা কেন্দ্রের উদ্বোধন করা হয়, এছাড়াও একটি বিশ্রামাগার শিলান্যাস হয়।
এদিন তাঁর বক্তব্যে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ বলেন, রাজ্যের বিভিন্ন প্রান্তে ফুল চাষের আগ্রহ বাড়ছে, রাজ্য সরকার এই আগ্রহ বৃদ্ধিতে সহায়তা করছে। তিনি সাধারণ মানুষকে অনুরোধ করেন বাড়ির আশেপাশে যেসব ফাঁকা জায়গা রয়েছে সেখানে ফুল গাছ লাগাতে এতে যেমন এলাকার সৌন্দর্য বৃদ্ধি পাবে তেমনি পরিবেশ ভালো থাকবে। উপস্থিত অন্যান্য বক্তারা আরো বেশি করে গাছ লাগানোর ক্ষেত্রে গুরুত্ব দেন।