মেমারিতে রাইস মিলের দেওয়াল ভেঙ্গে মৃত্যু দুজনের, আহত চার, ক্ষতিপূরণের চেক দিল প্রশাসন

আমাদের ভারত, বর্ধমান, ১১ ডিসেম্বর : রাইসমিলে বস্তায় চাল ভর্তি করার সময় মিলের পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল দুই শ্রমিকের। ঘটনায় আহত হয়েছেন আরও চার শ্রমিক। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানের মেমারির মন্ডলগ্রামে। শুক্রবার পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের তরফে মৃত ও আহতদের পরিবারের হাতে চেক তুলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে মেমারির মন্ডলগ্রাম এলাকার একটা রাইসমিলে বস্তার মধ্যে চাল ভর্তি করার সময় হঠাৎ একটা দেওয়াল ভেঙ্গে পড়ে। ঘটনায় সেখানে কর্মরত ছয় জন শ্রমিকের উপর দেওয়াল চাপা পড়ে যায়। খবর দেওয়া হয় মেমারি থানায়। পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে মেমারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে বাদল দাস(৪৭) ও কিশোর হাজরা( ৩১)কে মৃত বলে ঘোষণা করা হয়। তাদের দুজনেরই বাড়ি মন্ডলগ্রাম এলাকায়। আহত চারজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

মৃত কিশোর হাজরার শ্যালক জয়ন্ত হাজরা বলেন, রাইসমিলের একটা দেওয়াল দুর্বল ছিল। দেওয়ালে ফাটলও ছিল। তারপর চালের ভারে দেওয়ালটি পড়ে যায়। ক্ষতিপূরণের দাবি জানায় তারা।

শুক্রবার জেলা প্রশাসনের তরফে মৃতের পরিবারদের দু লক্ষ টাকা করে এবং আহত চারজনের পরিবারকে পঞ্চাশ হাজার টাকা করে দেওয়া হয়। শুক্রবার বিকেল নাগাদ জেলাশাসক এনাউর রহমান, পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় ও জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়ার উপস্থিতিতে তাদের হাতে চেক তুলে দেওয়া হয়।

জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধাড়া বলেন, রাইসমিলে দেওয়াল চাপা পড়ে যে দুজনের মৃত্যু হয়েছে তাদের পরিবারের হাতে দু’লক্ষ টাকা করে চেক তুলে দেওয়া হয়েছে। আহতদের পরিবার পিছু দেওয়া হয়েছে ৫০ হাজার টাকার চেক।

জেলা পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায় বলেন, মেমারিতে রাইসমিলের দেওয়াল চাপা পড়ে দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে। মেমারি থানার পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। এদিন প্রশাসনের তরফে তাদের হাতে চেক তুলে দেওয়া হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here