
আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ১২ ডিসেম্বর: লরি ও ট্যাঙ্কারের মুখোমুখি সংর্ঘষে মৃত ২ জন ড্রাইভার। আজ সকাল সাড়ে সাতটা নাগাদ পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়া থানার যশোড়ার কাছে ঘাটাল- পাঁশকুড়া রাজ্য সড়কে এই দুর্ঘটনা ঘটে। তেল ট্যাংকারের সঙ্গে লরির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই ২ গাড়ির দুই চালকের মৃত্যু হয়েছে।
এই ঘটনার জেরে ঘাটাল-পাঁশকুড়া রোড সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। ঘটনাস্থলে পাঁশকুড়া থানার পুলিশ। বেশ কিছুক্ষণ পর পুলিশের হস্তক্ষেপে রাস্তা যানজট মুক্ত হয়। মৃতদের এখনো পরিচয় পাওয়া যায়নি। মৃতদেহ দুটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। লরি ও ট্যাঙ্কার দুটিকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।