মারিশদায় জাতীয় সড়কে দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষ, আহত একাধিক যাত্রী

পার্থ খাঁড়া, আমাদের ভারত, পূর্ব মেদিনীপুর, ৩ জুন: রেল দুর্ঘটনার মাঝে জাতীয় সড়কে দুটি সরকারি বাসের মুখোমুখি সংঘর্ষে আহত হলেন একাধিক। যখম যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হল স্থানীয় চিকিৎসা কেন্দ্রে। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদা বাস স্ট্যান্ড এলাকায়। আর এই দুর্ঘটনার জেরে দীর্ঘক্ষণ অবরুদ্ধ হয়ে পড়ে মারিশদা এলাকার ওই জাতীয় সড়ক।

দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে মারিশদা থানার বিশাল পুলিশ বাহিনী। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়। এবং দুটি বাসকে ক্রেন দিয়ে রাস্তা থেকে সরিয়ে দেয় তারা। পরে আবার যান চলাচল স্বাভাবিক হয়।

তবে গতকাল পাশের রাজ্য ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার আতঙ্ক কাটিয়ে ওঠার আগে আবার জাতীয় সড়কে এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল পূর্ব মেদিনীপুরের দিঘা নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কের মারিশদায়। যা নিয়ে স্বাভাবিকভাবে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এলাকায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here