হাবড়ার গৃহশিক্ষকদের জন্য দুটি হলঘর তৈরি করা হবে, বললেন জ্যোতিপ্রিয় মল্লিক

আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২৪ জানুয়ারি: হাবড়ার গৃহ শিক্ষকদের জন্য হাবড়া পৌরসভার উদ্যোগে দুটো সরকারি হল ঘর তৈরি করা হবে, সেখানে হাবড়ার যে কোনও গৃহ শিক্ষক ছাত্রছাত্রীদের নিয়ে কোচিং ক্লাস করতে পারবেন। উত্তর ২৪ পরগনার হাবড়ার গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সঙ্গে বৈঠকের পর তাদের পাশে দাঁড়িয়ে এমন ঘোষণা করলেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক।

সরকারি নির্দেশিকা অনুযায়ী কোনও স্কুল শিক্ষক প্রাইভেট পড়াতে পারবে না। তবে গৃহ শিক্ষকদের শিক্ষকতায় কোনও বাধা নেই। এবার সরাসরি খাদ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন হাবড়ার গৃহ শিক্ষক কল্যাণ সমিতির সদস্যরা। রবিবার দুপুরে হাবড়ায় এক অনুষ্ঠান গৃহে শতাধিক গৃহ শিক্ষককে নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক বৈঠক করেন। গৃহ শিক্ষকদের পাশে দাঁড়িয়ে তাদের সহযোগিতা করবেন, বলে আশ্বস্ত করেন তিনি। হাবড়া পৌরসভার তত্ত্বাবধানে তাঁর বিধায়ক কোটার টাকা দিয়ে দুটো হল ঘর তৈরি করে দেওয়া হবে বলে জানান খাদ্যমন্ত্রী। সেই ঘরে হাবড়ার যে কোনও গৃহ শিক্ষক টিউশন করতে পারবেন বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী। মন্ত্রীকে পাশে পেয়ে খুশি হাবড়ার গৃহ শিক্ষকরা।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here