
আমাদের ভারত, ঝাড়্গ্রাম, ৮ ডিসেম্বর: ঝাড়খণ্ডের সারাইকেলা জেলায় আইইডি বিস্ফোরণে জখম হয়েছেন কোবরা বাহিনীর দুজন জওয়ান। রবিবার সকালে কোবরা বাহিনীর ২০৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা সারাইকেলা জেলার তামাড় থানার বিজয়গিরি জঙ্গল সংলগ্ন এলাকায় টহল দিচ্ছিলেন। সিআরপিএফ সূত্রে জানা গেছে, সকাল ৭টা ৩৪ মিনিট নাগাদ বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে প্রণয় দাস ও জি গণেশ নামে দুই জওয়ান গুরুতরভাবে জখম হন। দ্রুত প্রাথমিক চিকিৎসার পর একটি বিশেষ চপারে করে তাদের রাঁচি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।