
আমাদের ভারত, হাওড়া, ১০ ফেব্রুয়ারি: ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল যুবক যুবতীর। দুর্ঘটনাটি ঘটেছে সোমবার বিকেলে উলুবেড়িয়ার কুলগাছিয়া রোডের চন্ডীপুরে। মৃত যুবক যুবতীর পরিচয় পাওয়া যায়নি। উলুবেড়িয়া থানার পুলিশ মৃতদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানোর পাশাপাশি ডাম্পারটিকে আটক করেছে।
জানাগেছে, সোমবার বিকেল ৫ টা ৩০ নাগাদ ওই যুবক যুবতী বাইকে চেপে কুলগাছিয়া অভিমুখে যাওয়ার সময় চন্ডিপুরের কাছে বাইকটি রাস্তার পাশে ফেলে রাখা ইমারতি দ্রব্যে পিছলে যায়। ঘটনায় বাইকে থাকা দুই আরোহী রাস্তায় ছিটকে পড়লে উল্টোদিক থেকে আসা ডাম্পারের চাকায় দুজন পিষ্ট হয়ে যায় এবং ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।
এদিকে দুর্ঘটনার পর এলাকার মানুষ ডাম্পারটিক ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে। পরে উলুবেড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ডাম্পারটিকে আটক করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রাস্তার পাশে বেআইনিভাবে ইমারতি দ্রব্য মজুত রাখার ফলেই এই দুর্ঘটনা।