পুলিশি তৎপরতায় রক্ষা পেল মা ও সন্তান

আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২৫ এপ্রিল:
পুলিশি তৎপরতায় রক্ষা পেল দুটি জীবন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুরের।

জানা গেছে, ইসলামপুর থানার পেয়াজপোখর গ্রামের বাসিন্দা মুক্তার আলম স্ত্রী এবং তিন সন্তান থাকা সত্বেও বছর দুয়েক আগে করণদিঘি থানার রসাখোয়া গ্রামে সাবিনা খাতুন নামে এক মহিলাকে বিয়ে করেন। বিয়ের পর থেকেই প্রথম স্ত্রীর সঙ্গে তার বিরোধ বাধে। সন্তান সম্ভবা অবস্থায় দ্বিতীয় স্ত্রীকে তারা বাড়ি থেকে তাড়িয়ে দেয়। ইসলামপুর থানার আশ্রমপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে কোনক্রমে দিনগুজরান করছিলেন দ্বিতীয় স্ত্রী সাবিনা খাতুন। তার স্বামী মুক্তার আলম ভরণপোষণের খরচ না দেওয়ায় পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন সাবিনা। এর মধ্যে সে একটি কন্যা সন্তানের জন্ম দেয়। সদ্যোজাত সন্তান এবং তার খাবার যোগাড় করা অসম্ভব হয়ে পড়ে। স্বামীর কাছে টাকা চাইতে গেলে, বদলে জোটে মার। ফের টাকা চাইতে গেলে তাকে মেরে ফেলার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।

সদ্যোজাত সন্তানকে নিয়ে তার দিনগুজরান করা অসম্ভব হয়ে পড়ে। তাই স্বামী মেরে ফেলার আগে নিজেই সন্তানকে নিয়ে আত্মহত্যার পরিকল্পনা নেয়। সেই পরিকল্পনা অনুযায়ী আজ বিকেলে ইসলামপুর থানার কাছে ৩১ নম্বর জাতীয় সড়কের ধারে ঘোরাফেরা করছিল সাবিনা। লকডাউনের মধ্যে ফাঁকা রাস্তায় এক মহিলাকে ঘোরাফেরা করতে দেখে ইসলামপুর থানার পুলিশের সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ শুরু করতেই আসল তথ্য উঠে আসে। পুলিশ তাকে বুঝিয়ে সুঝিয়ে বাড়িতে রেখে আসে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *