এক প্রেমিকের জন্য দুই প্রেমিকার মারামারি, ভাইরাল দাসপুরের ভিডিও

পার্থ খাঁড়া, আমাদের ভারত, মেদিনীপুর, ৩০ মার্চ: এক প্রেমিককে কেন্দ্র করে দুই প্রেমিকার লড়াইয়ের ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়

কি শুনতে অবাক লাগছে নাকি? বর্তমানে কোনও কিছুই অসম্ভব নয়। তাই এক প্রেমিকের জন্য দুই প্রেমিকার মারামারির ঘটনাটাও অবাস্তব বলে মনে হয় না। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিওটি দাসপুর থানার জ্যোতঘনশ্যাম এলাকার।

বিশেষ সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী, ২৯ শে মার্চ বুধবার জ্যোতঘনশ্যাম এলাকার একটি প্রধান সড়কের ওপরেই দুইজন মেয়ের মারামারির ভিডিও ভাইরাল। সেই মারামারিতে যোগ দিয়েছে আরো কয়েকজন মেয়ে। সোশ্যাল মিডিয়া ভাইরাল সেই ভিডিও। জানা যাচ্ছে, প্রেম সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করেই এই মারামারির ঘটনা। ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছু মানুষ জড়ো হয় ঘটনাস্থলে এরপরেই স্থানীয়দের তরফেই সেই পরিস্থিতি শান্ত করে মেয়েগুলিকে বাড়ি পাঠানো হয়।

ভিডিওতে দেখা যায় দুই প্রেমিকা প্রথমে তর্ক করছে। তারপর এক প্রেমিকা অন্য প্রেমিকাকে বেধড়ক মারধর করে। তাকে রাস্তায় ফেলে মারধর করে। ওই প্রেমিকার সঙ্গে তার সঙ্গীসাথীরাও যোগ দেয়। ফলে দ্বিতীয় প্রেমিকাই বেশি মার খায়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here