৬০০ ক্ষুধার্ত কুকুরকে দু’বেলা খাবার দেওয়ার উদ্যোগ মেদিনীপুর এবং খড়গপুর শহরে

আমাদের ভারত, মেদিনীপুর, ২৯ মার্চ: লকডাউনের ফলে রাস্তায় মানুষজন নেই এবং দোকানপাট সব বন্ধ। ফলে খাবারের সংকটে পড়েছে পথ কুকুরের দলl খড়গপুর এবং মেদিনীপুর শহরের এরকম ৬০০ কুকুরের খাবারের জোগাড় করেছেন দুই শহরের কিছু মানুষ ও স্বেচ্ছাসেবী সংগঠনl

মেদিনীপুরের পশুপ্রেমী রিমা সরকার বলেন, পথ কুকুরদের একটি অংশ গৃহস্থের বাড়ির উপর নির্ভরশীল এবং আরেকটি অংশ খাবারের দোকান, হোটেল-রেস্তোরাঁগুলির উপর নির্ভর করে বেঁচে থাকেl লকডাউনের ফলে দোকান-পাট সব বন্ধ থাকায় মহাসংকটে পড়া কুকুরদের খাবারের ব্যবস্থা করেছি আমরাl  তাদের রান্না করা খাবার দেওয়া হচ্ছে দু’বেলাl শ্রাবণী মহাপাত্র নামে মেদিনীপুরের এক গৃহবধুর সাহায্যে আমরা এরকম ৪০০ কুকুরের খাবারের ব্যবস্থা করেছিl শুধু খাবার দেওয়াই নয়, পথ কুকুরদের এইসময় চিকিৎসার ব্যবস্থা করছেন মেদিনীপুর- খড়গপুর এনিমেল লাভার্স  নামে একটি সংগঠনl একইভাবে শহরের আন্তরিক নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন কুকুরদের দুবেলা খাবারের ব্যবস্থা করেছেl শান্তনু দাস ও তাঁর সঙ্গীরা দুশো পথ কুকুরকে রান্না করা খাবার দিচ্ছেন দু’বেলাl

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here