
আমাদের ভারত, মেদিনীপুর, ২১ ফেব্রুয়ারি: মাথায় এয়ারগান ঠেকিয়ে প্রায় দু’লক্ষ টাকা ছিনতাই করে পালালো দুষ্কৃতীরা। পুলিশ সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ ঘটনাটি ঘটেছে শালবনী থানার দামাকাটাতে। মৌপাল গ্রামের বাসিন্দা মনোজ সামন্ত প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে পীড়াকাটাতে তার বিলিতি মদের দোকান বন্ধ করে সারাদিনের বিক্রির টাকা নিয়ে এক বন্ধুর সঙ্গে বাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় পিছন দিক থেকে দুজন দুষ্কৃতী একটি বাইকে এসে দামাকাটার কাছে তাদের চলন্ত বাইকে লাথি মারলে মনোজবাবু গাড়ি নিয়ে পড়ে যান। এই অবস্থায় মাথায় পিস্তল ঠেকিয়ে টাকার ব্যাগ ও ৩ টি মোবাইল ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। যদিও পরে জানা যায় ছিনতাইকারীদের ব্যবহৃত পিস্তলটি একটি এয়ারগান ছিল। ঘটনার পর পীড়াকাটা ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এয়ারগানটি উদ্ধার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।