
আমাদের ভারত, দক্ষিণ ২৪ পরগণা, ৩ ফেব্রুয়ারি: আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার হল দুই দুষ্কৃতী। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগণার বকুলতলা থানার প্রিয়র মোড় এলাকায়। ধৃতদের নাম হাসান পিয়াদা ও রশিদ গাজী। ধৃতদের কাছ থেকে একটি বন্দুক ও এক রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।
রবিবার রাতে গোপনসুত্রে খবর পেয়ে বকুলতলা থানার পুলিশ প্রিয়র মোড় এলাকায় দুই বাইক আরোহীকে গ্রেফতার করে। তাদের তল্লাশি চালিয়েই উদ্ধার হয় এই আগ্নেয়াস্ত্র। ধৃত হাসানের বাড়ি কুলতলি থানা এলাকায় ও রশিদের বাড়ি মথুরাপুর থানা এলাকায়। এরা বাইকে করে আগ্নেয়াস্ত্র নিয়ে ঠিক কোথায় যাচ্ছিল সে বিষয়ে তদন্ত শুরু করেছে বকুলতলা থানার পুলিশ। ধৃতদের সোমবার বারুইপুর মহকুমা আদালতে তোলা হয়েছে। এদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় বকুলতলা থানার পুলিশ।