দার্জিলিংয়ের চিড়িয়াখানায় জন্ম নিল আরও দুই রেড পান্ডার শাবক, খুশী পাহাড়বাসী

আমাদের ভারত, দার্জিলিং, ২৯ জুলাই: করোনার ধাক্কা সামলে ক্রমেই স্বাভাবিক ছন্দে ফিরছে শৈল শহর দার্জিলিং। পর্যটকরাও গুটি গুটি পায়ে এসে ভিড় জমানো শুরু করে দিয়েছে। আর এর মধ্যেই রেড পান্ডার একের পর এক শাবকের জন্ম চিড়িয়াখানার জনপ্রিয়তা বাড়িয়ে তুলেছে। যদিও বিধিনিষেধের জন্য এখনও বন্ধ রয়েছে চিড়িয়াখানা। তাই কিছুটা হলেও হতাশ পর্যটকরা। তবে পান্ডার প্রজননের খবরে খুশী পাহাড়বাসী। বৃহস্পতিবার দার্জিলিংয়ের পদ্মজা নাইডু হিমালয়ান জ্যুলজিকাল পার্কের তোপকেদাড়া প্রজনন কেন্দ্রে জন্ম নিল আরও দুই রেড পান্ডার শাবক। শাবকের মায়ের নাম কিটচি ও বাবা স্বাত্তিক। তাদের দুইটি শাবককে ধরে রেড পান্ডার সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৮ -এ।

এদিকে একের পর এক নতুন অতিথির আগমনে খুশির মহল চিড়িয়াখানায়। এর আগে মিশমি টাকিন, স্নো লেপার্ড, হরিণের শাবক জন্ম নিয়েছে করোনার লকডাউন পর্বে। চলতি মরশুমে এই নিয়ে সপ্তম রেড পান্ডার জন্ম হল। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে জানা গিয়েছে, মা কিটচি ও শাবক সম্পূর্ণ সুস্থ রয়েছে। সর্বক্ষণ শাবক ও মা পান্ডার শারীরিক অবস্থার উপর নজর রাখছেন চিড়িয়াখানার পশু বিশেষজ্ঞ এবং চিকিৎসক। মা ও শাবকের যাতে কোনও অসুবিধা না হয় সেজন্য বন কর্মীদের যাতায়াতেও কিছুটা রাশ টানা হয়েছে সেখানে বলে জানিয়েছেন চিড়িয়াখানার ডিরেক্টর ধর্মদেও রাই। মা ও শাবক দু’জনেই সুস্থ রয়েছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *