কলকাতায় সোনা বেচে ফেরার পথে গ্রেফতার আন্তর্জাতিক সোনা পাচার চক্রের দুই পান্ডা

আমাদের ভারত, হাওড়া, ১৬ মার্চ: আন্তর্জাতিক সোনা পাচার চক্রের দুই পান্ডাকে গ্রেফতার করল জিআরপি। দক্ষিণেশ্বর স্টেশন থেকে এদের গ্রেফতার করা হয়।

গোপন সূত্রে খবর পেয়ে বেলুড় জিআরপি’র ওসি বিকাশ চন্দ্র মুখোপাধ্যায়ের নেতৃত্বে রেল পুলিশের একটি দল গতকাল হানা দেয় দক্ষিণেশ্বর স্টেশনের ১ নং প্ল্যাটফর্মে। তাঁদের কাছে খবর ছিল, কলকাতায় সোনা বিক্রি করে প্রচুর টাকা নিয়ে যাচ্ছে। সেইমত স্টেশন থেকে ভিন রাজ্যের দুই যুবককে আটক করা হয়। এদের কাছ থেকে উদ্ধার হয় ৬৫ লক্ষ ২৬ হাজার টাকা। এই টাকা কলকাতা থেকে এরা ত্রিপুরায় নিয়ে যাচ্ছিল। দক্ষিণেশ্বর স্টেশন থেকে উত্তরবঙ্গগামী ট্রেনে এরা অসম হয়ে ত্রিপুরায় যাচ্ছিল।

ওই টাকা কোথা থেকে আনা হচ্ছিল এবং এই পাচার চক্রে আর কারা যুক্ত তা তদন্ত করে দেখা হচ্ছে। হাওড়ার ডেপুটি রেল পুলিশ সুপার শিশির কুমার মিত্র সোমবার এক সাংবাদিক বৈঠক করে বলেন, এই চক্র বাংলাদেশ হয়ে ত্রিপুরা ঢোকে। এরাও সেইভাবে ঢুকেছিল। এরপর অসম হয়ে বাংলায় ঢুকেছিল। এদের আজ হাওড়া আদালতে তোলা হবে। জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here