বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মেরে জখম দুই স্কুটি আরোহী 

আমাদের ভারত, মেদিনীপুর, ২২ ফেব্রুয়ারি: বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারায় আশঙ্কাজনক অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন দুই স্কুটি আরোহী। শনিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে শালবনি ব্লকের সিয়াজোড়া এলাকায়। জখম দুই ব্যক্তির নাম পরিমল পাতর ও শংকর বিশুই। পরিমলের বাড়ি কলসিভাঙ্গাতে এবং শংকরের বাড়ি বাবুইবাসা গ্রামে।

স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে পুলিশ এসে জখম দুই ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। স্কুটি আরোহীরা দুজনেই মদ্যপ অবস্থায় দ্রুতগতিতে স্কুটি চালানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটিতে সজোরে ধাক্কা মারে বলে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here