সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১৭ জুলাই: উচ্চমাধ্যমিকে নবম ও দশম স্থান অর্জন করে জেলার মান বাড়ালেন পুরুলিয়ার দুই কৃতি। পুরুলিয়ার হুড়া হাই স্কুল থেকে বিজ্ঞান বিভাগে ৯৯ শতাংশ (৪৯৫) নম্বর পেয়ে উচ্চমাধ্যমিকে নবম (সম্ভাব্য) স্থান অর্জন করলেন সায়ন কর। তাঁর এই খবর ছড়িয়ে পড়তেই উচ্ছ্বাস দেখা গিয়েছে জেলার শিক্ষা মহলে। আগামী দিনে চিকিৎসক হতে চান সায়ন। তারই প্রস্তুতি চলছে জোর কদমে বলে এদিন জানান তিনি।
প্রতিবেশী নৃপেন কর বলেন, ‘সায়ন আমাদের জেলার গর্ব। এই সাফল্য আমাদের কাছে প্রত্যাশিত ছিল।’ রসায়ন তাঁর প্রিয় বিষয়। পড়া ছাড়াও ক্রিকেট খেলতে ভালবাসেন তিনি। বাবা রাজিব করের স্টেশনারি দোকান রয়েছে। রয়েছে সামান্য চাষাবাদ। মা মিঠু কর গৃহিনী। দুই ভাই বোনের মধ্যে ছোট সায়ন। তাঁর ইচ্ছে পূরণে পুরো পরিবার এক কাট্টা।
অন্যদিকে, ৯৮.৮০ শতাংশ(৪৯৪) নম্বর রাজ্যে সম্ভাব্য দশম স্থান অর্জন করলেন পুরুলিয়া শহরের চিত্তরঞ্জন হাই স্কুলের ছাত্র বারিষ সরখেল। পদার্থবিদ্যায় সাম্মানিক নিয়ে কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চান বারিষ। ইচ্ছে রয়েছে গবেষক হওয়ার। তাঁর স্কুলের সর্বকালীন সেরা নম্বর পেয়ে গর্বিত করলেন বারিষ বলে জানালেন চিত্তরঞ্জন হাই স্কুলের প্রধান শিক্ষক বিবেকানন্দ চ্যাটার্জি। বাবা স্নেহাশীষ সরখেল সরকারি কর্মী, মা পাপিয়া মৈত্র সরখেল মাধ্যমিক শিক্ষা কেন্দ্রের শিক্ষিকা। দুই ভাইবোনের মধ্যে বারিষ ছোট।