
জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ আগস্ট: ভারতের স্বাধীনতা আন্দোলনের অগ্নিযুগের অস্ত্রগুরু হেমচন্দ্র দাস কানুনগোর জন্মদিন ১২ জুন না কি ৪ আগস্ট, এই নিয়ে বিতর্ক রয়েছে। অস্ত্রগুরুর জন্মস্থান রাধানগর ও বেলদা এলাকায় তাঁর প্রতিকৃতিতে মাল্যদান করে মঙ্গলবার ৪ আগস্ট অস্ত্রগুরুকে শ্রদ্ধা জানানো হয় বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে। কিন্তু দুপুর পর্যন্ত মেদিনীপুর শহরের কেরানীতলায় অস্ত্রগুরুর মূর্তিতে কেউ মাল্যদান করেননি। বিকেলে চুয়াডাঙ্গা হাইস্কুলের শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, মহিষাগেড়া মাদ্রাসার শিক্ষক নরসিংহ দাসকে সঙ্গে নিয়ে অন্যান্যদের সঙ্গে কেরানীতলাতে হেমচন্দ্র কানুনগোর মূর্তিতে মাল্যদান করেন।