সুশান্ত ঘোষ, বনগাঁ, ২৮ ডিসেম্বর: শীত পড়তেই পরপর দুষ্কর্ম ঘটছে বনগাঁর বিভিন্ন এলাকায়। এক রাতে দুটি মন্দিরে চুরি হয়েছে। এলাকার মানুষ ক্ষোভ উগরে দিয়েছে পুলিশের বিরুদ্ধে। রবিবার গভীর রাতে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার ঢাকা পাড়া এলাকার একটি সেবাশ্রমের রাধাগোবিন্দের মন্দিরে ও পাশে আর এক শীতলা মন্দিরে তালা ভেঙ্গে চুরি হয়েছে। তবে কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, বনগাঁ ঢাকা পাড়ার বাসিন্দা সেবানন্দ গোস্বামীর সেবাশ্রমের রাধাগোবিন্দ মন্দিরের রবিবার গভীর রাতে মন্দিরে চুরি হয়। সকালে পূজারীর মুখ থেকে খবর পান মন্দিরের সদর দরজার তালা ভাঙ্গা৷ মন্দিরের ভেতর থেকে রাধাগোবিন্দের বিগ্রহের প্রায় কুড়ি ভরি রূপার অলঙ্কার ও টাকা সমেত প্রনামী বাক্স নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। সেবানন্দ গোস্বামী বলেন, কাল রাতে দুষ্কৃতীরা কয়েক হাজার টাকা সহ একটি রুপোর বিগ্রহ চুরি করে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা।
একই ভাবে এই রাধাগোবিন্দ মন্দিরের সামনে একটি বাড়ির শীতলা মন্দিরেও চুরি যায়। মন্দিরের মালিক নারায়ণ দাস বলেন, ঘুম থেকে উঠে দেখেন যে মন্দিরের দরজার তালা ভাঙা| মন্দিরের বিগ্রহের সোনার অলঙ্কার, হীরের নাকছাবি সহ বেশ কয়েক হাজার নগদ টাকা চুরি যায়। এলাকায় পুলিশি নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন এলাকার মানুষ।