স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ জুন: ছাগল চুরির অভিযোগে দুই যুবককে ধরে বেধড়ক মারধর দিল স্থানীয় গ্রামবাসী।পুলিশের সামনে ওই যুবকদের মারধর দেওয়ার অভিযোগে এক গ্রামবাসীকে আটক করেছে পুলিশ। ঘটনাটি রায়গঞ্জ থানার সোহরাই গ্রামে।
জানা গেছে, বুধবার দুপুরে সোহারই এলাকা থেকে একটি ছাগল টোটোতে চাপিয়ে চুরি করে পালাচ্ছিল দুই দুস্কৃতি। স্থানীয় মানুষ তাদের তাড়া করে ধরে ফেল। টোটো থেকে ছাগলটি নামিয়ে মালিকের হাতে তুলে দেবার পর দুই দুস্কৃতিকেই বেধরক মারধর দেয় গ্রামবাসীরা। খবর পেয়ে রায়গঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে অভিযুক্ত দুস্কৃতিদের জিজ্ঞাসাবাদ চলাকালীন এক গ্রামবাসী অভিযুক্তদের উপর চড়া হয়ে তাদের মারধর করলে পুলিশ ওই গ্রামবাসীকে আটক করে।অভিযুক্ত দুইজনকেই থানায় নিয়ে যায় পুলিশ।