
অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৯ অক্টোবর: গরু চুরি করতে গিয়ে গ্রামবাসীদের হাতে ধরা পড়ল দুই গরু চোর। শুক্রবার ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের কুলটিকরি অঞ্চলের জঙ্গল কুড়চি গ্রামের টালিপাড়াতে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল কুলটিকরির টাঙিপাড়া গ্রামের বাসিন্দা উত্তম মঙ্গলের একটি গরু তার বাড়ির পাশের মাঠ থেকে চুরি যায়। সেই কথা সে গ্রামবাসীদের জানায়। আজ সেই চোর ধরার জন্য সকলেই মাঠের দিকে নজর রাখে। সেখান থেকে গরু চুরি করতে গিয়ে ধরা পড়ল সত্যম দাস ও বাবলু খাঁ। স্থানীয়রা তাদের একটি শিশু শিক্ষা কেন্দ্রে আটকে রেখে সাঁকরাইল থানায় খবর দেয়। সাঁকরাইল থানার পুলিশ এসে ধৃত ব্যক্তিদের গ্রেফতার করে থানায় নিয়ে যায়। এই গরু চক্রের সঙ্গে আরো কেউ জড়িত আছে কি না তার তদন্ত শুরু করেছে সাঁকরাইল থানার পুলিশ।