
আমাদের ভারত, আরামবাগ, ১ মার্চ: ছাগল চুরির অপরাধে হাতেনাতে ধরে হাত-পা বেঁধে দুই মহিলাকে বেধড়ক মারধর করল গ্রামবাসী। পরে তাদের পুলিশের হাতে তুলে দিল গ্রামবাসীরাই। ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার ১৪ নম্বর ওয়ার্ডে। অভিযোগের ভিত্তিতে দুই মহিলাকে গ্রেফতার করে পুলিশ।
জানা গেছে, ওই এলাকায় দীর্ঘদিন ধরে ছাগল চুরি হচ্ছিল। গত কয়েকদিনে মোট ছটি ছাগল চুরি হয়ে যায়। এই ছাগল চুরির ঘটনায় অতিষ্ঠ হয়ে যায় গ্রামবাসীরা। ওই এলাকার বাসিন্দা বাসন্তী রানার দুটি ছাগল, চণ্ডীচরণ দের দুটি ছাগল একদিন আগে চুরি হয়ে যায়। তাঁরা টাকা ধার নিয়ে ছাগল কিনেছিলেন। এব্যাপারে ওই এলাকারই তিন মহিলাকে সন্দেহ করে গ্রামবাসী। এরপর আজ রবিবার আরামবাগথানার মায়াপুর হাটে চুরি হয়ে যাওয়া ছাগলের খোঁজ করতে গিয়ে ওই তিন মহিলাকে চুরি যাওয়া ছাগল সহ হাতেনাতে ধরে ফেলে এলাকার মানুষ। ছাগলের মালিকদের সন্দেহ ছিল ছাগলগুলো হাটে বিক্রি করতে নিয়ে যেতে পারে। ছাগলের মালিকদের দেখে তিন মহিলার মধ্যে এক মহিলা ছুটে পালিয়ে যায়। কিন্তু দুই মহিলাকে ধরে ফেলে এলাকাবাসীরা। এরপর আরামবাগের বেনেপুকুর এলাকায় নিয়ে এসে তাদের হাত পায় বেঁধে বেধড়ক মারধর করে। পরে তাদের পুলিশের হাতে তুলে দেয়।
ছাগলের মালিক চণ্ডীচরণ দে জানান, আমাদের ছাগল চুরি হয়ে যাওয়ায় খুবই চিন্তায় ছিলাম। এলাকায় তিন মহিলাকে সন্দেহ হয়েছিল। হাটে ছাগলের খোঁজ করতে গিয়ে দেখি ওই তিন মহিলা আমাদের ছাগলগুলো বিক্রি করতে নিয়েগেছে। এরপর আমরা তাদের হাতেনাতে ধরি। তবে, এক মহিলা ছুটে পালিয়ে যায়।দুই মহিলাকে ধরে।