সাথী দাস, পুরুলিয়া, ১৩ জানুয়ারি: ঝালদায় পুলিশ আধিকারিককে মারধর করার অভিযোগে স্থানীয় দুই যুবক গ্রেফতার হল। আজ ধৃতদের পুরুলিয়া জেলা আদালতে তোলা হয়।
এদিন স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরুলিয়ার ঝালদা মেসো মোড় এলাকায় একটি আবাস তৈরিকে কেন্দ্র করে জমি বিবাদ তৈরি হয়। মঙ্গলবার, সেই বিবাদের অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যান ঝালদা থানার পুলিশ আধিকারিক হেমন্ত কুমার শাহ। অভিযোগ, সেই সময় উত্তেজিত বাসিন্দারা ওই পুলিশ আধিকারিকের উপর হামলা চালায়। এই ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়ায়। খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত পুলিশ আধিকারিককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
ওই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দুই যুবক রূপেশ তেওয়ারি, কাঞ্চন তেওয়ারিকে গ্রেফতার করে ঝালদা থানার পুলিশ।