পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৮ জানুয়ারি: ফুটবল বিশ্বকাপের ফাইনাল খেলার দিন রাতে মেদিনীপুর শহরের মিত্র কম্পাউন্ড এলাকায় ২ দুষ্কৃতী গুলি চালিয়ে রাজীব দাস নামে মুরগি ব্যবসায়ীর কালেকশনের টাকা তার কাছ থেকে ছিনতাই করে পালিয়ে যায়। ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়ের করেন রাজীব দাস।
লিখিত অভিযোগ পাওয়ার পর পুরো ঘটনার তদন্তে নামে পুলিশ। খতিয়ে দেখা হয় সিসি টিভির ফুটেজ। তারই ভিত্তিতে গতকাল অর্থাৎ শনিবার রাতে কলকাতা থেকে ২ ছিনতাইকারীকে গ্রেফতার করে পুলিশ। ধৃত দু’জনকে রবিবার দুপুরে মেদিনীপুর আদালতের তোলা হয়। ধৃতরা হল জয়দেব ঘাঁটি (২১), আকাশ দোলুই (২০)।
পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত দুজনের বাড়ি মেদিনীপুরের কোতোয়ালি থানার অন্তর্গত ধর্মা লালদিঘি এলাকায়। ধৃত দু’জনকে আদালতের তোলা হলে বিচারক সব দিকের খতিয়ে দেখার পর পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।