সমাধান ! উদ্ধব ঠাকরেই হচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী

আমাদের ভারত,২২ নভেম্বর: সব জল্পনার ইতি। সমাধান হল জোট সমস্যার। মহারাষ্ট্রের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন উদ্ধব ঠাকরে। পূর্ণ মেয়াদের অর্থাৎ পাঁচ বছরের জন্য মুখ্যমন্ত্রী হবেন উদ্ধব। শুক্রবার এমনটাই ঘোষণা করলেন এনসিপি নেতা শরদ পাওয়ার।

কংগ্রেস এনসিপি শিবসেনা জোট সরকারের মুখ কে হবেন তা নিয়ে শুক্রবার বৈঠকে বসেন মহারাষ্ট্রের বিধায়কেরা। ওই বৈঠকে উদ্ধবকে রাজ্যের মুখ্যমন্ত্রী হতে বলেন কংগ্রেস ও এনসিপি নেতারা। পাওয়ার জানান ওই বৈঠকে সর্বসম্মতিক্রমে উদ্ধবের নামের সীলমোহর পড়েছে।

এদিকে তিন দলের জোট চূড়ান্ত হয়েছে জেনেই রাষ্ট্রপতির ডাকা সম্মেলনে যাওয়ার তিন দিনের সফর বাতিল করে দেন রাজ্যপাল ভগৎ সিং কেশিয়াড়ি।

কোন দলই সরকার গড়তে না পারায় মহারাষ্ট্রের রাষ্ট্রপতি শাসন জারি হওয়ার এক সপ্তাহ পরেই দানা বাঁধলো জোট। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের ২৮৮ টি আসনের মধ্যে১০৫ টি আসন পেয়েছিল বিজেপি। শিবসেনা পেয়েছিল ৫৬ টি। অনায়াসে সংখ্যাগরিষ্ঠতা পাকা হলেও শিবসেনা এবং বিজেপি জোটের মধ্যে ক্ষমতা ভাগাভাগি নিয়ে দ্বন্দ্ব লাগে। ভেস্তে যায় তিন দশকের পুরোনূ জোট। নির্দিষ্ট সময় অন্তর মুখ্যমন্ত্রীর পদ এবং সমান ক্ষমতার দাবির কারণে জোট ভেঙে যায় শিবসেনা এবং বিজেপির।

এরপরই শুরু হয় এনসিপি এবং শিবসেনা কংগ্রেসের জোট তৈরির উদ্যোগ। আদর্শগতভাবে ভিন্ন দল শিবসেনার সঙ্গে জোট করতে প্রথমটায় কংগ্রেস সভানেত্রী দ্বিধা করেন। তবে কথাবার্তা চলতে থাকে। এরমধ্যে পাওয়ার এবং মোদীর বৈঠকে অশনি সংকেত দেখেন কংগ্রেস সভানেত্রী। আর দেরি করেননি সোনিয়া গান্ধী জানিয়ে দেন শিবসেনা কে সমর্থন করবে কংগ্রেস।

শরদ পাওয়ার কংগ্রেস এবং শিবসেনার মধ্যে সেতুবন্ধের ভূমিকায় অবতীর্ণ হন। বৃহস্পতিবার মধ্যরাতে পাওয়ারের বাড়িতে বৈঠক হয়। তার আগে ঠিক হয় নূন্যতম অভিন্ন কর্মসূচি। আজ সকাল থেকেই শোনা যাচ্ছিল পূর্ণ সময়ের মুখ্যমন্ত্রী হবে শিবসেনা থেকে। শেষ পর্যন্ত পাওয়ারের ঘোষণায় সবটা মিলে যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *