
আমাদের ভারত,২৩ ফেব্রুয়ারি: এনসিপি ও কংগ্রেসের সঙ্গে জোট করে মহারাষ্ট্রের মসনদে বসার পর উদ্ধবকে শুনতে হয়েছে তিনি হিন্দুত্বের লাইনের সাথে আপস করে ফেলেছেন ক্ষমতার লোভে। কিন্তু অন্য বিষয়ে ঐক্য মত হলেও সিএএ, এন আর সি,এনপিআর নিয়ে মতোবিরোধ তৈরি হয়েছে মহারাষ্ট্র সরকারের জোট শরিকদের মধ্যে। আর তার মধ্যেই নিজের অযোধ্যা সফরের কথা ঘোষণা করে আবার শিবসেনা প্রধান বুঝিয়ে দিলেন তিনি হিন্দুত্বের লাইন থেকে একচুলও সরে আসেননি। আগামী মার্চ মাসে অযোধ্যা সফরে যাচ্ছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে।
শিবসেনার মুখপাত্র সঞ্জয় রাউত শনিবার টুইট করে জানান ৭ মার্চ অযোধ্যায় পা রাখবেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী। ঐদিন দুপুরে রামলালা দর্শন করবেন উদ্ধব ঠাকরে। একইসঙ্গে সরজু নদীর তীরে এক প্রার্থনায় অংশ নেবেন তিনি। এই সফরে উদ্ধবের সঙ্গে থাকবেন অসংখ্য শিব সৈনিক।
গত বছর নভেম্বরে কংগ্রেসের সঙ্গে জোট তৈরি করে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে বসেছেন। তারপর এই প্রথম তার অযোধ্যা সফর। সবাইকে এই সফরে অংশগ্রহণ করার আহ্বান জানিয়েছেন শিবসেনা সুপ্রিমো।
অযোধ্যা রাম মন্দির নির্মাণের প্রশ্নে বিজেপি এবং শিবসেনার অবস্থান বরাবরই এক। প্রথম থেকেই রাম মন্দির নির্মাণের দাবিতে তারা সোচ্চার। লোকসভা ভোটের ফল প্রকাশের পর শেষবার অযোধ্যা গিয়েছিলেন উদ্ধব।নির্বাচিত ১৮ জন সাংসদকে নিয়ে রামলালা দর্শন করেছিলেন তিনি। এখন সুপ্রিম কোর্টে অযোধ্যা মামলার রায়ের পর ইতিমধ্যে মন্দির তৈরীর প্রক্রিয়া শুরু হয়েছে। মন্দির ট্রাস্টের সভাপতি নির্বাচিত হয়েছেন নির্মোহী আখেরার নৃত্য গোপাল দাস। আর ট্রাস্টের মন্দির নির্মাণ কমিটির প্রধান নির্বাচিত হয়েছেন আইএএস অফিসার নৃপেন্দ্র মিশ্র। আগামী এপ্রিল মাসের রাম নবমী যা অক্ষয় তৃতীয়ার দিন মন্দিরের শিলান্যাসে সম্ভাবনা রয়েছে। এদিকে মাচ মাসের মহারাষ্ট্রের উদ্ধব ঠাকরে নেতৃত্বাধীন জোট সরকার ১০০ দিন পূর্ণ করবে, সেই উপলক্ষে সম্ভবত অযোধ্যা দর্শন তাঁর।