স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২২ জানুয়ারি: “তৃণমূল কংগ্রেস দলে আর গণতন্ত্র নেই, দলে একজনের একনায়কতন্ত্র কেউ মানতে পারছেন না তাই সেই দল থেকে নেতা, মন্ত্রী, বিধায়করা একে একে চলে যাচ্ছেন। আর যোগ দিচ্ছেন পদ্ম শিবিরে”। রাজ্যের মন্ত্রীসভার গুরুত্বপূর্ণ সদস্য রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীসভা থেকে পদত্যাগ প্রসঙ্গে শুক্রবার রায়গঞ্জে এমন মন্তব্য করলেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী। তিনি এও বলেন, যেসব রাজনীতিবিদ মানুষের সেবা করতে চান, বিভিন্নভাবে কাজ করতে চান তাঁরা বাধাপ্রাপ্ত হচ্ছেন। সেকারণে তৃণমূলে তারা থাকতে পারবেন না। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট, বাকি সব ল্যাম্পপোস্ট। সবাই তো ল্যাম্পপোস্ট হয়ে থাকতে পারেন না তাই রাজীব বন্দ্যোপাধ্যায়ের মতো নেতারা সরে যাচ্ছেন।
উত্তর দিনাজপুর জেলার হেমতাবাদে বিদ্বজনেদের একটি সম্বর্ধনা সভায় যোগ দিতে এসে কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী বলেন, বিজেপি এমন একটা দল যেখানে গণতন্ত্র আছে মানুষের সেবা করার জায়গা রয়েছে আর তাতেই বিভিন্ন সমাজের মানুষ আকৃষ্ট হচ্ছেন এবং অন্যান্য রাজনৈতিক দল থেকেও দেশ ও মানুষের সেবা এবং উন্নয়নের লক্ষ্যে অনেকে বিজেপিতে যোগ দিচ্ছেন। তিনি বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে যোগ দিলে তাঁকে স্বাগত।
রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রী হিসেবে ভালো কাজ করেছেন বলে উল্লেখ করেন রায়গঞ্জের বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরী।