মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালনে তৃণমূল নেতাদের অঘোষিত প্রতিযোগিতা পুরুলিয়ায়

সাথী দাস, পুরুলিয়া, ৫ জানুয়ারি: পুজোপাঠ, রক্তদান, ফল মিষ্টি, শীতবস্ত্র ও কম্বল বিতরণের মধ্য দিয়ে দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন করল পুরুলিয়া জেলা তৃণমূল। নেত্রীর জন্মদিন পালনে আজ সকাল থেকেই তৃণমূল নেতাদের মধ্যে খানিকটা অঘোষিত প্রতিযোগিতা দেখা যায়।

সামনেই পুর ভোট, ‘টিকিট’ পাওয়ার ক্ষেত্রে নিজেদের দাবিদার করার এই সুযোগ হাত ছাড়া করতে কেউই রাজি নন। তাই, দলীয় কার্যালয়েই শুধু নয়, বিভিন্ন জায়গায় সামাজিক কাজের আয়োজন করেন তৃণমূল নেতারা। পুরুলিয়া, রঘুনাথপুর, ঝালদা পুরসভা এলাকাতে বেশি করে নেত্রীর জন্মদিন পালনের ধুম দেখা গিয়েছে। পুঞ্চার জাগ্রত চরণপাহাড়ি কালী মন্দিরে পুজো দিয়ে দিল্লির মসনদে বসার জন্য মানত করলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সুজয় ব্যানার্জি। তিনি বলেন, “প্রধানমন্ত্রী হলেই ভারতকে বিশ্বের শ্রেষ্ঠ আসনে নিয়ে যাবেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দীর্ঘায়ু কামনা করে এবং তাঁর প্রধানমন্ত্রী হওয়ার জন্য আজ পুজো দিই।”

তৃণমূল জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া জানান, “জেলাজুড়ে সাড়ম্বরে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন পালন হচ্ছে। রক্তদান শিবির, কম্বল বিতরণ, মাস্ক বিতরণ, কেক কেটে ছোট আকারে অনুষ্ঠান হয়। দলের প্রতিটি শাখা সংগঠন দিনটি উদযাপন করে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *