নবান্ন খেয়ে বাড়ি ফেরার পথে বড়ঞাঁতে দুর্ঘটনায় মৃত্যু কাকা ও ভাইপোর

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ২৯ নভেম্বর: নবান্ন খেয়ে বাড়ি ফেরার পথে রবিবার সন্ধ্যায় মুর্শিদাবাদের বড়ঞাঁ থানার অন্তর্গত কুলি চৌরাস্তা মোড়ে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুইজনের। পুলিশ জানিয়েছে, মৃতের নাম অসীম ঘোষ (৪২) ও রাজকুমার ঘোষ (২৬)। বাড়ি বড়ঞাঁ থানার ধানঘরা গ্রামে। সম্পর্কে তারা কাকা ও ভাইপো।

সূত্রের খবর, ফরাক্কা হলদিয়া বাদশাহী সড়কের উপরে কুলি ঘোষ হাইস্কুলের কাছে একটি এলপিজি গ্যাস ট্যাংকারের সাথে বাইকের মুখোমুখি সংঘর্ষের ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ বাইক আরোহীর। পরে ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে বড়ঞাঁ থানার পুলিশ।

আজ সন্ধ্যায় খড়গ্রাম থানার গয়েশপুর থেকে কাকা অসীম ঘোষ ও ভাইপো রাজকুমার ঘোষ নবান্ন খেয়ে নিজেদের বাড়ি বড়ঞাঁ থানার ধানঘড়া গ্ৰামে ফিরছিলেন, তখন কুলি ঘোষ হাইস্কুলের কাছে মৃত্যু হয় দুজনের। ঘটনার জেরে শোকের ছায়া নেমে এসেছে পরিবারে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here