করোনা ভাইরাসের প্রভাব পড়ল বাঙালির প্রিয় মাছে

আমাদের ভারত, হাওড়া, ২১ মার্চ: করোনা ভাইরাসের প্রভাব পড়লো বাঙালির প্রিয় মাছে। মানুষজন কম বেরোনয় মাছের বিক্রি একেবারে কমে গেছে। ফলে কার্টুন বন্দি মাছ পড়ে রয়েছে ব্যবসায়ীদের কাছে।

হাওড়া স্টেশন লাগোয়া পাইকারি মাছ বাজারের ব্যবসায়ীরা জানাচ্ছেন, ভিন রাজ্য থেকে ওই বাজারে মাছের যোগান মোটের ওপর স্বাভাবিক থাকলেও খুচরো বাজারে মাছের বিক্রি কমে গেছে। এরফলে কার্টুন বন্দি মাছ পড়ে রয়েছে। আড়তদাররা জানান, হাওড়া মাছ বাজার থেকে কলকাতার সব বড় বড় বাজারের পাশাপাশি হোটেল এবং রেস্টুরেন্ট সরবরাহ করা হয় মাছ। কিন্তু গত কয়েক দিনে করোনা ভাইরাসের প্রভাবে হোটেল এবং রেস্টুরেন্টে বিক্রিবাটা কমে যাওয়ার পাশাপাশি খুচরো বাজারেও মাছের বিক্রি কমেছে।

হাওড়া হোলসেল ফিশ মার্কেট অ্যাসোসিয়েশনের সেক্রেটারি জানিয়েছেন, বাজারে ব্যবসায়ীদের আনাগোনা কমে যাওয়ার কারণে এই সমস্যা। এদিকে মাছের খুচরা বিক্রেতারা জানিয়েছে মাছের সরবরাহ একই থাকলেও খদ্দেররা বেশি মাছ খাচ্ছেন না। ফলে বিক্রি কমেছে। পাইকারি এবং খুচরা বাজারের মাছ ব্যবসায়ীরা এখন তাকিয়ে আছেন কবে পরিস্থিতি স্বাভাবিক হয়।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here