রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল লকআপ থেকে পলাতক বিচারাধীন বন্দি

স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ২১ মার্চ: আবারো রায়গঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল লকআপ থেকে বিচারাধীন বন্দি পলাতক। পুলিশ সূত্রে জানাগেছে, পলাতক ওই বন্দির নাম রোশন কুমার শাহ (বয়স ২০)। গত ১৬ মার্চ তাকে রায়গঞ্জ সংশোধনাগার থেকে শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে নিয়ে আসা হয়।

হাসপাতাল সূত্রে জানাগেছে, গত ১৬ মার্চ পেটে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হয়। মঙ্গলবার বাথরুমে যাওয়ার নাম করে ফলস্ শিলিং ভেঙ্গে পালিয়ে যায় বলে অভিযোগ। পুলিশ সূত্রে জানাগেছে, মাদক পাচার সংক্রান্ত মামলায় সে বিচারাধীন ছিল। তবে এই নিয়ে একাধিকবার বন্দি পালানোর ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে হাসপাতাল চত্বরে।

আপনাদের মতামত জানান

Please enter your comment!
Please enter your name here